ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

মাদক-সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে আনসার বাহিনীর সদস্যদের ভূমিকা রাখার নির্দেশ: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১২:০৪, ১২ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৫:৩৬, ১২ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে আনসার ও ভিডিপি সদস্যদের সক্রিয় ভূমিকা রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাহিনীর ৩৭তম জাতীয় সমাবেশে তিনি বলেন, বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে এই বাহিনী কাজ করবে। প্রশিক্ষণ ও কর্মদক্ষতা দিয়ে নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে তাদেরকে এগিয়ে আসারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৭তম জাতীয় সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গাজীপুরের আনসার ও ভিডিপি একাডেমিতে রাষ্ট্রীয় সালম গ্রহণ শেষে খোলা জিপে প্যারেড গ্রাউন্ড পরিদর্শন করেন তিনি। এরপর কুচকাওয়াজ পরিদর্শন করেন শেখ হাসিনা। সাহসিকতা ও সেবায় বিশেষ অবদানের জন্য বাহিনীর সদস্যদের পদক প্রদান করেন প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রী তার ভাষণে জাতির ক্রান্তিকালে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অবদানের প্রশংসা করেন। মাদক পাচার বন্ধ, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বাহিনীকে আরো সক্রিয় হওয়ার নির্দেশ দেন তিনি। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি