ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫

মানবসম্পদে বিনিয়োগ বৃদ্ধির তাগিদ (ভিডিও)

প্রকাশিত : ১৩:০৭, ১৬ জুন ২০১৯

Ekushey Television Ltd.

প্রস্তাবিত বাজেটে একশ’ কোটি টাকার স্টার্ট আপ ফান্ড দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে বলে মনে করছেন অর্থনীতিবিদ ও তরুণ উদ্যোক্তারা। তবে সঠিকভাবে বরাদ্দ নিশ্চিত করার তাগিদ দিয়েছেন তারা।

তরুণ উদ্যোক্তা তানিয়া ওয়াহাব। চামড়াজাত ব্যাগ থেকে শুরু করে বিভিন্ন পণ্য বিশেষ করে কর্পোরেট উপহার সামগ্রী তৈরির কাজ করেন। তার কারখানায় কর্মসংস্থান হয়েছে ৪০ জনের। প্রচন্ড আত্মবিশ্বাস নিয়ে ২০০৫ সালে একজন কর্মীকে নিয়ে পথচলা, সহজ ছিলো না শুরুর সময়টা।

এবারের বাজেটে নতুন উদ্যোক্তা সৃষ্টি ও তাদের ব্যবসা প্রসারে একশ’ কোটি টাকার স্টার্টআপ ফান্ড গঠনের প্রস্তাবকে স্বাগত জানান এই উদ্যোক্তা। শুধু ঋণ দেয়া নয়, দক্ষ উদ্যোক্তা তৈরিতে প্রশিক্ষণ, সেমিনারসহ বিভিন্ন দেশের সাথে অভিজ্ঞতা বিনিময়ও দরকার বলেও মনে করেন তিনি।

বাজেটের এই দিকটিকে এককথায় দারুণ বলছেন অর্থনীতিবিদরা। তারা বলছেন, অর্থনীতিকে এগিয়ে নিতে মানবসম্পদের উপর বিনিয়োগ বাড়ানোর দরকার। তবে শুধু বরাদ্দ দিলেই হবে না, তরুণদের জন্য আলাদা প্ল্যাটফর্ম তৈরি কওে দেয়ার তাগিদ এই অর্থনীতিবিদের ।

শুধু সার্টিফিকেটের জন্য নয়, দক্ষতা বৃদ্ধিতে তরুণদের বিনিয়োগ করার পরামর্শ দিলেন এই অর্থনীতিবিদ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি