ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

মার্কিন কূটনীতিককে দেশত্যাগে বাধা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪২, ১৩ মে ২০১৮

Ekushey Television Ltd.

ইসলামাবাদে একটি সড়ক দুর্ঘটনার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক মার্কিন কূটনীতিককে দেশত্যাগে বাধা দিয়েছে পাকিস্তান। এতে দুই দেশের মধ্যে ফের দ্বিপক্ষীয় সম্পর্কে টানাপোড়েন শুরু হয়েছে।

পাকিস্তানের গণমাধ্যমের ভিডিও ফুটেজে দেখা গেছে, রাওয়াল পিন্ডির নুর খান বিমানবন্দর থেকে কর্নেল জোসেফ ইমানুয়েল হলকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এক নিরাপত্তাকর্মী জানিয়েছে, ফেডারেল ইনভেস্টিগেটিভ এজেন্সি হলের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছে। হলের নাম পাকিস্তানের ব্ল্যাক লিস্টে থাকায় তিনি দেশটি ত্যাগ করতে পারবেন না।

জানা গেছে, নুর খান বিমানবন্দর থেকে বিমানটিকে খালি ফেরত পাঠানো হয়েছে। পাকিস্তানের আদালত মার্কিন ওই কূটনীতিককে দায়মুক্তি দেওয়ার ব্যাপারে অস্বীকৃতি জানানোরে পরই হলের বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে দেশটির গোয়েন্দা সংস্থা।

এদিকে পাকিস্তান সরকারকে এক্সিট কন্ট্রোল লিস্টে তার নাম সংযুক্তির আদেশ দিয়েছে আদালত। এক্সিট কন্ট্রোলের আওতায় কোনো ব্যক্তির দেশত্যাগে নিষেধাজ্ঞা রয়েছে।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি