ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫

মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো আকাশের সাথে হলি আর্টিজান হামলার সংশ্লিষ্টতা এখনও পাওয়া যায়নি

প্রকাশিত : ১৫:০৭, ২৪ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৫:০৭, ২৪ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

সন্ত্রাসী তৎপরতার অভিযোগে মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো পেয়ার আহমেদ আকাশের সাথে হলি আর্টিজান হামলার সংশ্লিষ্টতা এখনও পাওয়া যায়নি বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার। শনিবার সকালে এফডিসিতে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’র জঙ্গিবাদ মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা শেষে এ’কথা জানান ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে বিতর্ক প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এবং বিরোধী দল হিসেবে বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা অংশ নেয়। অনুষ্ঠান শেষে  পিয়ার আহমেদ আকাশ হলি আর্টিজান হামলায় জড়িত কি-না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দেন পুলিশ কমিশনার।  
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি