ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

মাহবুবুল আলম, অঞ্জন শেখর দাশ ও মুজিবুর রহমান সিআইপি মনোনীত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০১, ১৯ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

দেশের ব্যবসা-বাণিজ্য এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার ৮ম বারের মত আনুষ্ঠানিকভাবে সিআইপি-২০১৬ ঘোষণা করেছে।    

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) বিকেল ৩টায় রপ্তানি উন্নয়ন ব্যুরো, ঢাকা’র অডিটরিয়ামে ১৩৭টি রপ্তানিখাতে ও ৪১টি ট্রেডখাতে অর্থাৎ মোট ১৭৮জন মনোনীত সিআইপি এর নাম ঘোষণা করা হয়।  

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ মনোনীত সিআইপিদের সম্মাননা ও সিআইপি কার্ড প্রদান করেন। এতে দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মাহবুবুল আলম-কে ট্রেডখাতে এবং পরিচালক অঞ্জন শেখর দাশ ও মুজিবুর রহমান-কে রপ্তানিতে বিশেষ অবদানের জন্য সিআইপি সম্মাননায় ভূষিত করা হয়।

চেম্বার সভাপতি মাহবুবুল আলম বর্তমানে সার্ক চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সহ-সভাপতি, কনফেডারেশন অব ইস্টার্ন চেম্বারস্ অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ (সিইসিসিআই), ভারত’র বর্তমান সহ-সভাপতি, বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলাপমেন্ট (বিল্ড)ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, এফবিসিসিআই’র পরিচালক এবং মালির ডেজিগনেটেড কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। 

এম. আলম গ্রুপের স্বত্বাধিকারী এবং এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড’র ভাইস চেয়ারম্যান মাহবুবুল আলম ২০০৭-২০০৮ সালে চিটাগাং চেম্বারের সহ-সভাপতি, ২০১১-২০১২ মেয়াদে সিনিয়র সহ-সভাপতি এবং পরবর্তীতে টানা তৃতীয়বারের মত (২০১৩-২০১৪, ২০১৫-২০১৬ ও ২০১৭-২০১৮) সভাপতির দায়িত্ব পালন করছেন।

অপরদিকে আর এস আই এ্যাপারেলস লি. আর এস বি ইন্ডাষ্ট্রিজ, দাহ্ ইয়ান বাংলাদেশ লি. বেঙ্গল টাওয়াল ইন্ডাষ্ট্রিজ লি. এ্যাপোলো সুয়িং এন্ড গার্মেন্টস লি. ও টপওয়ে ইন্ডাস্ট্রিজ লি’র ব্যবস্থাপনা পরিচালক এবং ইন্টার-কন্টিনেন্টাল ট্রেডিং কোম্পানীর স্বত্বাধিকারী অঞ্জন শেখর দাশ দুই মেয়াদে (২০১৫-২০১৬ ও ২০১৭-২০১৮) এবং স্মার্ট জিন্স’র ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান ২০১৭-২০১৮ মেয়াদে চেম্বার পরিচালক নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, চেম্বার সভাপতি মাহবুবুল আলম, পরিচালকদ্বয় অঞ্জন শেখর দাশ ও মুজিবুর রহমান পূর্বেও সিআইপি মনোনীত হয়েছিলেন। 

কেআই/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি