ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

মিরসরাইয়ে নির্মাণাধীন ভবনে থেকে পড়ে শ্রমিকের মৃত্যু 

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ২০:০৪, ৫ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

মিরসরাইয়ে বসুন্ধরা গ্রুপের নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় পড়ে ঘটনাস্থলে জামিনুর রহমান(৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 

শনিবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলার ইকোনোমিক জোন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে মাহী এন্টারপ্রাইজের আওতাধীন শ্রমিক হয়ে কাজ করতো। নিহত জামিনুর নীলফামারী জেলার জলডাঙ্গা উপজেলার পূর্ব ফুটা পাড়া এলাকার আব্দুল জলিলের পুত্র।

বিষয়টি নিশ্চিত করে মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, নিহত জামিনুর মাহী এন্টারপ্রাইজের শ্রমিক ছিলো। বসুন্ধরা গ্রুপের ভবণ নির্মানের কাজ করার সময় পড়ে গিয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। 

এসময় তিনি আরও জানান, বিষয়টি পূর্ণ তদন্ত করে দেখা হচ্ছে, পরে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হবে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি