ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

মিয়ানমারের সমর্থন করায় চীনের সমালোচনা যুক্তরাষ্ট্রের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৬, ১৫ মে ২০১৮ | আপডেট: ১৭:০৫, ১৫ মে ২০১৮

Ekushey Television Ltd.

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের পাশে দাঁড়ানোয় পরোক্ষভাবে চীনের সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বিবৃতিতে সংশোধনী আনায় এমন মন্তব্য করেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি। এতে করে রোহিঙ্গা সংকটের বিষয়টি আরো দীর্ঘমেয়াদী হবে বলে মনে করেন তিনি।

পরে সংশোধনী নিয়েই ১৫ সদস্যবিশিষ্ট কাউন্সিল দূর্বল বিবৃতিতে সম্মতি জ্ঞাপন করে। এরপরই সাংবাদিকদের দেওয়া ব্রিফিংয়ে নিক্কি হ্যালি বলেন, চীনা আচরণ গ্রহণযোগ্য নয়। তবে চীন এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখায়নি। বাংলাদেশ এবং মিয়ানমারের আবেদনের প্রেক্ষিতে সোমবার আলোচনায় বসে নিরাপত্তা পরিষদ।

একুশে টেলিভিশন/এমজে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি