ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

মুম্বাইয়ে বিমান দুর্ঘটনায় ৫ জন নিহত 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৭, ২৮ জুন ২০১৮ | আপডেট: ১৭:৪১, ২৮ জুন ২০১৮

Ekushey Television Ltd.

ভারতের মুম্বাইয়ে ঘাটকোপার এলাকায় বিমান দুর্ঘটনায় পাঁচ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে এ ‍দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, পাইলট ক্যাপটিন প্রদীপ রাজপুঁত, সহকারী পাইলট মারিয়া, ইঞ্জিনিয়ার সুরভী এবং একজন পথচারী মারা গেছেন।   

উদ্ধারকারী দল ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানানো হয়েছে এবং উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।

পুলিশের তথ্য মতে, ঘাটকোপারের সারভোদায়া হসপিটালের কাছে এ দুর্ঘটনা ঘটে। আগুণ নির্বাপক কর্মীরা আগুণ নিভানোর জন্য চেষ্টা করছে।  

পুলিশের ডেপুটি কমিশনার আকিলেশ সিং ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উদ্ধার কাজ চলছে। ক্ষয়ক্ষতি যেন কম হয় নিরাপত্তা কর্মীরা চেষ্টা করে যাচ্ছেন। দুর্ঘটনা কেন ঘটল তা তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।

সূত্র: জি নিউজ

এমএইচ/এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি