ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

মেঘনাপাড়ের উপকূলজুুড়ে টিপু কোম্পানির দুঃশাসন ও হামলার ভয়ে সবাই

প্রকাশিত : ১১:১১, ৮ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১১:১১, ৮ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

দিনে-দিনে ফ্রাঙ্কেনস্টাইন হয়ে ওঠা গোলাম কিবরিয়া টিপুর সা¤্রাজ্যে যাত্রীরা যেন সবাই বোবা। ভোলা, হাতিয়া কিংবা মেঘনাপাড়ের উপকূলজুুড়ে টিপু কোম্পানির দুঃশাসন চললেও হামলা মামলার ভয়ে সবাই ভীত। অন্যায়-অনাচার সহ্য করেও তাই বেশি ভাড়ায় তারই লঞ্চে চেপে আসা-যাওয়া করেন উপকূলের মানুষ। অপু খন্দকারের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন অখিল পোদ্দার। নোয়াখালীর ৮ টি থানার আয়তন ২৪শ বর্গমাইল। এর মধ্যে শুধু হাতিয়ার আয়তনই ২১শ বর্গমাইল, যার তিনশ বর্গমাইলই আবার নদী দ্বারা বেষ্টিত। বিশাল এই এলাকার মানুষের চলাচলের জন্য রয়েছে তমরুদ্দিঘাট পর্যন্ত রয়েছে টিপু কোম্পানির একটিমাত্র লঞ্চ। অথচ সহজ যোগাযোগ গড়ে তুললে ভোলা থেকে নোয়াখালী, চট্টগ্রাম আর ঢাকার সঙ্গে ব্যবসায়ায়িক সংযোগ গড়ে তোলা সম্ভব হতো। যোগাযোগের এমন কাক্সিক্ষত সেবা না থাকায় ক্ষুব্ধ এলাকার মানুষ। মাস্টারহাট, মির্জাকালু, বেথুয়া, শ্যামরাজবাজারসহ আশপাশের মানুষ অনেকদিন ধরেই এক ব্যক্তির দুঃশাসনে অতিষ্ট হয়ে নালিশ দিয়েছেন মন্ত্রী এমপিদের কাছেও। ভোলার ডিসি, এসপি কিংবা বিআইডব্লিউটিএ’র শীর্ষ কর্তকর্তারাও আলোচিত এই টিপু কোম্পানির দুঃশাসন সম্পর্কে ওয়াকিবহাল। কিন্তু সমস্যা সমাধানে ভূমিকা রাখেননি কেউ। উপরন্তু প্রতিবাদ করতে গিয়ে একের পর এক নাজেহাল হচ্ছেন নিরীহ যাত্রীরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি