ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

মেট্রোরেলের বগি-ইঞ্জিনের আরও একটি চালান পৌঁছাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৫, ১৪ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

অষ্টমবারেরমত মোংলা বন্দরে মেট্রোরেলের আরও একটি চালান এসে পৌঁছেছে।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় বন্দরের ৮ নম্বর জেটিতে মেট্রোরেলের চালান নিয়ে পানামা পতাকাবাহী এম হরিজন-৯ জাহাজটি নোঙ্গর করে।

গত ১ ফেব্রুয়ারি জাপানের কোবে বন্দর থেকে ছেড়ে আসা এই চালানে রয়েছে মেট্রোরেলের আটটি বগি ও চারটি ইঞ্জিন। বন্দর কর্তৃপক্ষের সচিব ও হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন এ তথ্য জানান। 

তিনি আরও বলেন, এবারের ইঞ্জিন বগির সাথে ৪৪ প্যাকেজের আরও ৪৮৮ মেট্রিক টনের সরাঞ্জমও এসেছে। এগুলো সোমবার দুপুর থেকেই খালাস প্রক্রিয়া শুরু হবে। 

এ পর্যন্ত আটটি জাহাজে মেট্রোরেলের মোট ৬৮ টি বগি মোংলা বন্দরে এসেছে। ২০২২ সালের মধ্যে আরও ৮২ বগি আসবে। এর আগে সাতটি জাহাজে করে ৫৬ টি বগি এই বন্দরে পৌঁছায়। সে সব বগি সংযোজন করে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে স্বপ্নের মেট্রোরেল। 

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, দেশে আমদানি হওয়া মেট্রোরেলের এসব বগি ইঞ্জিন মোংলা বন্দর দিয়ে খালাস হওয়ায় বন্দরের সক্ষমতার প্রমাণ মিলেছে। 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি