ঢাকা, শুক্রবার   ১২ সেপ্টেম্বর ২০২৫

মেদ ঝরিয়ে হ্যান্ডসাম লুকে ফারদিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৪, ৫ জুন ২০২২

Ekushey Television Ltd.

শুক্রবার আইফা অ্য়াওয়ার্ডস-এর গ্রিন কার্পেটে ফারদিন খানকে দেখে সবাই অবাক। ‘ওম জয় জগদীশ’ তারকা এদিন ধরা দিলেন ধূসর স্যুটে। পাপারাৎজিদের সামনে জমিয়ে পোজও দিলেন। সোশ্যাল মিডিয়ায়ও ভাইরাল ফারদিনের আইফা অ্যাপিয়ারেন্সের ভিডিও। 

ভক্তরা অবাক তার নয়া লুক দেখে। এক ঝটকায় অনেকটা বয়স কমে গিয়েছে তার, বলছেন ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় প্রশংসা উপচে পড়ছে তার। 

কেউ লিখেছেন, ‘ভীষণ ফিট লাগছে।’ কেউ আবার লিখেছেন, ‘অনেকদিন পর দেখছি, দারুণ লাগল।’

২০১৬ সালে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ফরদিনের বেশ কিছু ছবি, যেখানে মেদযুক্ত ফারদিনের চেহারা দেখে ‘শক’ লেগেছিল অনেকেরই। ফোলা গাল, বিশাল এক ভুঁড়ির অধিকারী ‘প্যায়ার তুনে ক্যায়া কিয়া’ খ্যাত অভিনেতা, যা দেখে হয়রান হয়েছিল অনুরাগীরাও। সেই সময় ব্যাপক বডি শেমিংয়ের শিকার হয়েছিলেন ফারদিন। 

২০০০ সালে ‘জঙ্গল’ সিনেমাতে অভিনয় করে আলোচনায় এসেছিলেন ফিরোজ খান পুত্র। যদিও তার প্রথম সিনেমা ‘প্রেম আগান’ মুক্তি পেয়েছিল ১৯৯৮ সালে। এরপর এক দশক চুটিয়ে বলিউডে কাজ করেছেন ফারদিন খান।
 
অভিনেতাকে শেষ দেখা গিয়েছে ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দুলহা মিল গালা’তে। দীর্ঘ ১০ বছর গ্ল্যামার দুনিয়া থেকে গায়েব থাকার পর অবশেষে আবারও কামব্যাক করতে চলেছন ফারদিন।

সূত্র: হিন্দুস্তান টাইমস
এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি