ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

মোরেলগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ, নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৩, ২২ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৫:১৭, ২২ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বাগেরহাটের মোরেলগঞ্জ জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় দুই নারীসহ আরও ১০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকালে উপজেলার সোনাখালি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার চালিতাবাড়ি গ্রামের শাহজাহান শেখের ছেলে পলাশ শেখ (৩২) এবং একই গ্রামের তোরাব শেখের ছেলে ইব্রাহিম শেখ (৪৮)। তাদের শরীরে ধারালো অস্ত্রের কোপ রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কামাল হোসেন মুফতি।

উপজেলার পুঁটিখালি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম খান জানান, সোনাখালি গ্রামের আব্দুর রহিম খানের সঙ্গে প্রতিবেশী শহীদুল খানের এক বিঘা জমি নিয়ে বিরোধ চলছে। বিরোধপূর্ণ জমিতে রহিম খান আমন চাষ করেন। প্রতিপক্ষ শহীদুল খান ১২-১৪ জন লোক নিয়ে ওই জমিতে ধান কাটতে যান। এ সময় রহিমের পাশের গ্রামের আত্মীয়-স্বজন এসে তাদের বাধা দিলে এ নিয়ে সংঘর্ষ বাধে।

পুঁটিখালি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাহজান মিয়া শামীম জানান, ‘দুই পক্ষকে নিয়ে মীমাংসার জন্য বসার কথা ছিল। এ অবস্থায় কেন একটি পক্ষ বিরোধপূর্ণ জমিতে ধান কাটতে গেল তা বুঝতে পারছি না। কারও উস্কানি আছে কি-না তা পুলিশ খতিয়ে দেখবে।’

একে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি