ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

ময়মনসিংহে বাস খাদে পড়ে নিহত ৪

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০০, ২৩ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৭ জন।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রহোসেনপুর ভুইয়া ফিলিং স্টেশনের কাছে যায় এ দুর্ঘটনা ঘটে।।  

নিহত তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন— সাইকেল আরোহী রতন মিয়া (২৮)। তিনি ঈশ্বরগঞ্জের জাতিয়া ইউনিয়নের ঘাগড়াপাড়া গ্রামের আব্দুস সাত্তার খাঁর ছেলে। এছাড়া বাসের যাত্রী নান্দাইলের বাসিন্দা হাবিব মিয়া (৩৫) ও জামালপুরের বাসিন্দা হাসিনা খাতুন (৭৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জগামী শ্যামল ছায়া পরিবহনের একটি বাস সকাল সাড়ে ১০টার দিকে চরহোসেনপুর ভুইয়া ফিলিং স্টেশনের কাছে রতন মিয়া নামের এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। তবে বাঁচতে পারেননি রতন মিয়া। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতাল নেওয়ার পথে তিনি মারা যান। এ দুর্ঘটনায় ঘটনাস্থলে বাসের যাত্রী এক নারী নিহত হন। এ ছাড়া হাসপাতালে নেওয়ার পথে আরও দু`জনের মৃত্যু হয়।

একে//এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি