যশোরে ডাকাতের বন্দুকযুদ্ধে ডাকাত নিহত
প্রকাশিত : ১৬:৫১, ১১ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৬:৫১, ১১ জানুয়ারি ২০১৭
যশোরে দু’দল ডাকাতের বন্দুকযুদ্ধে রাসেল নামে এক ডাকাত নিহত হয়েছে। উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গুলি ।
বুধবার ভোররাতে যশোর-চৌগাছা সড়কের জগহাটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ডাকাত রাসেল ওরফে রনি চৌগাছা উপজেলার মাঠপাড়া এলাকার ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান ও ১ রাউন্ড গুলি উদ্ধার করে। যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশ জানান, যশোর-চৌগাছা সড়কের জগহাটি এলাকায় দু’দল ডাকাতের বন্দুকযুদ্ধ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক ডাকাতের লাশ উদ্ধার করে। নিহত ডাকাতের পরিচয় নিশ্চিত করে পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে ডাকাতিসহ ৮টি মামলা রয়েছে।
আরও পড়ুন