ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

যুক্তরাষ্ট্রের আচরণ অগ্রহণযোগ্য: রুহানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫০, ৯ মে ২০১৮

Ekushey Television Ltd.

পরমাণু চুক্তি বাতিল করে যুক্তরাষ্ট্র কথা বরখেলাপ করেছে বলে মন্তব্য করেছে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। আর যুক্তরাষ্ট্রের চুক্তি থেকে বেরিয়ে যাওয়ায় এর পরিণতি ভালো হবে না বলেও হুশিয়ারি দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত জানার পরই নতুন করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য সেংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল হোয়াইট হাউস থেকে চুক্তি বাতিলের ঘোষণা আসার পর এক টেলিভিশন সাক্ষাৎকারে রুহানি এই মন্তব্য করেন। যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক প্রতিশ্রুতি ভঙ্গ করেছে –এ অভিমত ব্যক্ত করে রুহানি বলেন,‘কম্প্রিহেনশিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ) কিংবা ‘ইরান চুক্তি’ দ্বিপক্ষীয় চুক্তি নয় এটি কয়েকটি দেশের সঙ্গে বহুজাতিক একটি চুক্তি। যুক্তরাষ্ট্র ছাড়াও আরও পাঁচটি দেশ এ চুক্তিতে রয়েছে।

টেলিভিশনে দেয়া ভাষণে হাসান রুহানি বলেন, ‘আমেরিকা কখনোই প্রতিশ্রুতি মেনে চলেনি, কিন্তু ইরান সব সময় প্রতিশ্রুতি মেনে চলেছে। ট্রাম্পের এই সিদ্ধান্ত বেআইনি, অবৈধ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।’ এছাড়া যেকোনও পরিস্থিতির জন্য ইরান প্রস্তুত বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে ইরানের পারমাণবিক শক্তি সংস্থাকে তেজস্ক্রিয় পদার্থ ইউরেনিয়ামের মজুত বাড়ানোর জন্য তৈরি থাকার নির্দেশ দিয়েছেন রুহানি। তবে এখনই উৎপাদনে না গিয়ে দুই-এক সপ্তাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্যও তিনি তাগিদ দেন। মিত্রদের অনুরোধ উপেক্ষা করে গতকাল ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিত্র দেশগুলো চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরে না দাঁড়ানোর অনুরোধ করলেও তাদের পাত্তা দেননি ট্রাম্প। তার এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও।

রুহানি বলেন, পরমাণু সমঝোতা সই হওয়ার পর থেকে কখনোই এর প্রতিশ্রুতিগুলো যুক্তরাষ্ট্র মেনে চলেনি। কিন্তু ইরান পরমাণু সমঝোতা বাস্তবায়ন করেছে। আমেরিকা যে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাবে তা আগে থেকেই অনুমান করছিল দেশটি বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার যে ঘোষণা দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে সৃষ্ট সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতির জন্যও ইরান প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। আইআরজিসি’র সেকেন্ড ইন-কমান্ড ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি মঙ্গলবার বলেন, ‘বিভিন্ন সমীকরণে ইরান আজ ভালো অবস্থানে রয়েছে এবং আমাদের শত্রু আমেরিকা, ইহুদিবাদী ইসরাইল এবং এ অঞ্চলে মার্কিন পুতুল সরকারগুলোর জানা উচিত যে, হুমকির মুখে ইরানের জনগণ সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতির জন্যও নিজেদের প্রস্তুত করেছে।’

সূত্র: বিবিসি, আল-জাজিরা
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি