ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে ফিলিপাইন

প্রকাশিত : ১৭:৪৭, ২১ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৭:৫০, ২১ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

অবশেষে যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে ফিলিপাইন। চীন সফরে থাকা ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে বৃহস্পতিবার এই ঘোষণা দেন। একইসাথে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরো জোরদার করার কথা জানান দুতের্তে। এদিকে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জন কিরবি, দুতের্তের এ’ ধরনের মন্তব্যকে অস্বাভাবিক হিসেবে উল্লেখ করেছেন। এছাড়া, ফিলিপাইনের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক পদক্ষেপ নেয়া হয়নি বলে জানান কিরবি। গেল মাসে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে নিয়ে কটুক্তি করার পর থেকেই মূলত দু’ দেশের সম্পর্কের অবনতি হতে শুরু করে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি