ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

যুক্তরাষ্ট্রে নৈশ উৎসবে গোলাগুলি, আহত ২২, বন্দুকধারী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০১, ১৮ জুন ২০১৮

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে এক নৈশ উৎসবে গোলাগুলির ঘটনায় কমপক্ষে ২২ জন আহত হয়েছে। নিরাপত্তা অভিযানে নিহত হয়েছে ৩৩ বছর বয়সী বন্দুকধারী।

পুলিশ জানিয়েছে, নিউ জার্সির ট্রেন্টনে সঙ্গীত উৎসব চলাকালে অন্তত ২ বন্দুকধারী সেখানে প্রবেশ করে এলোপাথাড়ি গুলি করতে থাকে। এই ঘটনায় জীবিত অবস্থায় এক বন্দুকধারীকে আটক করে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে। তবে, হামলার কারণ এখনও জানা যায়নি। স্থানীয় সময় রোববার ভোররাতের দিকে হামলাটি হয়। অনুষ্ঠানে প্রায় এক হাজার লোকের সমাগম ছিলো। আহত ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থল থেকে বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি