ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

যে কারণে শপথের শুরুতেই ‘সরি’ বলতে হল ইমরানকে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৮, ১৮ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

শপথ নিতে গিয়ে হোঁচট খেলেন পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খান। শনিবার সকালে প্রধানমন্ত্রী পদে শপথ নেন তেহরিক-ই-ইনসাফ প্রধান ইমরান খান। বিশ্বের প্রথম কোনও ক্রিকেটার হিসেবে প্রধানমন্ত্রী হয়ে নজির গড়লেন তিনি।

এ দিন সকালে পাক রাষ্ট্রপতি ভবন আইওয়ান ই সদর-এ অনুষ্ঠিত হয় শপথ গ্রহণের অনুষ্ঠান। নতুন প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান পাক রাষ্ট্রপতি মামুন হোসেন। আর তখনই ঘটে বিপত্তি।

প্রধানমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করার সময় একাধিকবার থামতে হল পাকিস্তানের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ককে। প্রেসিডেন্ট মামুন হোসেনের বলে দেওয়া বক্তব্য ঠিক মতো উচ্চারণ করতে পারছিলেন না ইমরান। ভুল হয়ে যাওয়ায় তিনি বলেও দিলেন, ‘সরি’। এরপরেও সমগ্র শপথবাক্য পাঠের বিভিন্ন সময়ে হোঁচট খেয়েছেন পাকিস্তানের ২২ তম প্রধানমন্ত্রী ইমরান খান।

সূত্র: কলকাতা ২৪x৭

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি