ঢাকা, বৃহস্পতিবার   ১০ জুলাই ২০২৫

যে ৪ রানের আক্ষেপ মুশফিককে পোড়াবে বহুদিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৯, ২৬ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

তীরে এসে তরী ডুবল। মাত্র ৩ রানের জন্য ওয়েস্ট ইন্ডিজ বধ হলো না। সেটি হলে গায়ানায় আরও একটি ইতিহাস তৈরি হলো মাশরাফিদের। সেটি আর হলো না।

শেষ ৭ বলে বাংলাদেশের দরকার ছিল ৮ রান। হাতে তরতাজা ৫ টি উইকেট। সীমিত ওভারের যেকোনো খেলায় এই রান টপকানো যেকোনো দলের জন্য মোটেও দু:সাধ্য কিছু না। কিন্তু বাংলাদেশের জন্য সেটিই হলো আজ।

ক্রিজে ছিলেন সেট ব্যাটসম্যান মুশফিক। তার আউটের পর নামেন মোসাদ্দেক-মাশরাফি। এ রকম বাঘা বাঘা খেলোয়ার মিলেও ৮ টি রান করতে পারলেন না।  

এই ম্যাচ হারায় কাঠগড়ায় মুশফিক-সাব্বিররা। সেটিই হয়তো স্বাভাবিক। এর বাইরেও মুশফিক হয়তো এই ম্যাচ ভুলবেন না মরণের আগ পর‌্যন্ত। একে তো ভালো খেলেও দলকে জয়ের বন্দরে ভেড়াতে পারলেন না। অন্যদিকে আরও একটি যন্ত্রনা তাকে কুড়ে খাবে। সেটি হচ্ছে একটি বাউন্ডারির যন্ত্রণা। ভাবছেন শেষ দিকে বাউন্ডারি না মারার যন্ত্রণা?

তা নয়। মুশফিকের ব্যাট থেকে চার রান এসেছে ঠিকই। কিন্তু সেই রান যোগ হয়নি স্কোরবোর্ডে। এজন্যই আক্ষেপটা থেকে যাবে। ওই বাউন্ডারিটি যোগ হলে আজকেই সিরিজ জেতার অধ্যায় রচিত হতো।  

বিষয়টি খুলে বলি।   

বাংলাদেশের ইনিংসের ৪২.৩ ওভারের ঘটনা সেটি।

দেবেন্দ্র বিশুর বলে রিভার্স সুইপ করেছিলেন মুশফিক। সাদা চোখে মনে হয়েছে ব্যাটে-বলে করতে পারেননি। কিন্তু বলটা ঠিকই বাউন্ডারির সীমানা পেরিয়ে যায়। এদিকে ক্যারিবীয়দের লেগ বিফোরের আবেদনে সাড়া দিয়ে আঙুল তুলে দেন মাঠের আম্পায়ার। সিদ্ধান্তটা মনোনীত না হওয়ায় রিভিউ নেন মুশফিক। ‘আলট্রা এজ’ প্রযুক্তিতে দেখা যায় বলটা তাঁর ব্যাটে লেগেছিল। মানে তাঁর ব্যাটে লেগেই বল সীমানাছাড়া হয়েছিল। কিন্তু মুশফিক কোনো রান পাননি।

আইসিসির আইনের ২৩ নং ধারার ১-এর তৃতীয় উপধারায় আছে, আম্পায়ার আউট দেওয়ার সঙ্গে সঙ্গে বলটি ‘ডেড’হয়ে যাবে। অর্থাৎ তখন ওই ডেলিভারি থেকে ব্যাটসম্যান কোনো রান পাবে না। মুশফিকের ক্ষেত্রেও ঠিক তাই ঘটেছে। প্রথম সিদ্ধান্তটি ‘আউট’ থাকায় ওই ৪ রান আর যোগ হয়নি। যদি রিভিউয়ের মাধ্যমে পরে সিদ্ধান্তটি ভুল প্রমাণিত হয়, সে ক্ষেত্রে কী হবে, সেটি কিন্তু আইনের কোথাও লেখা নেই।

এটিকে আপনি কালো কানুন বলবেন না তো কি বলবেন?

মুশফিকের আক্ষেপটা এজন্যই থেকে যাচ্ছে। ওই ৪ রান যোগ হলে বাংলাদেশ তো ম্যাচটা জিতত, মানে সিরিজও জিতত! সেটি না ঘটলেও ব্যাপারটি কিন্তু বিশ্লেষকদের দৃষ্টি এড়ায়নি।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি