ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

রংপুরে বজ্রাঘাতে নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১২, ৩০ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

রংপুর জেলার বিভিন্ন এলাকায় প্রচণ্ড ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। এতে বজ্রাঘাতে দুইজন নিহত হয়েছেন। এ সময় ঝড়ে ঘর বাড়ি ও গাছ পালা উপড়ে আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন।

শুক্রবার দুপুর ১২টার দিকে রংপুর জেলার বিভিন্ন এলাকায় এ ঝড় আঘাত হানে।

নিহত শামিমের বাড়ি বদরগঞ্জ ও নয়া মিয়ার বাড়ি তারাগঞ্জ। তারা দুইজনই ক্ষেতমজুর ছিলেন বলে জানা গেছে।

জানা গেছে, প্রচণ্ড ঝড়ে রংপুর নগরী ছাড়াও গঙ্গাচড়া, পীরগঞ্জ, মিঠাপুকুর, তারাগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় আঘাত হানে। বিশেষ করে পাথরের মতো শিলা বৃষ্টিতে বোরো ধানক্ষেত, ভুট্টাসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে বেশি ক্ষতি হয়েছে পীরগঞ্জ ও মিঠাপুকুর উপজেলার বিভিন্ন এলাকায়।

রংপুর আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোহাম্মদ আলী জানিয়েছেন, ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৬০ থেকে ৬৫ কিলোমিটার।

একে// এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি