ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

রফতানি হচ্ছে মহেরেপুররে নকশী কাঁথা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১২, ৫ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ২১:৫৫, ৫ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

মেহেরপুরে তৈরি নকশিকাঁথা এখন রফতানি হচ্ছে। নতুনের সাথে পুরনো শাড়ি ও লুঙ্গি দিয়ে তৈরি করা হয় বাহারী ডিজাইনের এ’সব কাঁথা। গৃহবধূ, শিক্ষার্থীসহ অনেক নারী এই কাজ করে সংসারে সচ্ছলতা এনেছেন, হয়েছেন স্বাবলম্বী। এদিকে, নকশিকাঁথা শিল্প সম্প্রসারণে সব ধরনের সহযোগিতা দেয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।

সুঁই আর সুতোর এক একটি ফোড়ে তৈরি হচ্ছে বাহারী নকশিকাঁথা। পুরনো শাড়ী-লুঙ্গি দিয়েই নকশিকাঁথা তৈরি হয়। মেহেরপুর সদর উপজেলার সহগলপুর গ্রামের শতাধিক নারী ব্যতিক্রমী এই কাজ করে এখন স্বাবলম্বী। গ্রামের দরিদ্র নারীরা সংসারের কাজের ফাঁকে এই কাজ করছেন। তাদের তৈরি নকশিকাঁথা বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার মাধ্যমে বাজারজাত করা হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, নেদারল্যান্ডস, ইতালী সহ বিভিন্ন দেশে। নকশিকাঁথা কারিগর নিজেদের তৈরি কাঁথা বিদেশে বিক্রি হওয়ায় বাড়তি উৎসাহ পাচ্ছেন তারা।

সিডিএ’র সুপারভাইজার রেবেকা খাতুন বলেন, নকশিকাঁথা কারিগর প্লেস ম্যাট, রানার, বেবি কাঁথাসহ ছোট বড় নানা মাপের কাঁথা তৈরি হয় এখানে।
নকশিকাঁথার কারিগরদের সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক পরিমল সিংহ।
মেহেরপুর বিদেশে নকশিকাঁথার বাজার সম্প্রসারণে উদ্যোগ নেওয়ার আহবান জানিয়েছেন সংশ্লিষ্টরা।


ভিডিওি লিংক: 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি