ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

রাঙামাটিতে ভূমিকম্প মোকাবেলা ও উদ্ধার তৎপরতা চালানোর ওপর মহড়া

প্রকাশিত : ১৮:০৭, ৫ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৮:০৭, ৫ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

রাঙামাটিতে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উদ্যোগে ভূমিকম্প মোকাবেলা ও উদ্ধার তৎপরতা চালানোর ওপর মহড়া হয়েছে । ফায়ার সার্ভিস কার্যালয় প্রাঙ্গনে মহড়া অনুষ্ঠানে নেতৃত্ব দেন রাঙামাটি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা। ফায়ার সার্ভিসের কর্মকর্তা, কর্মী ও স্বেচ্ছাসেবকরা মহড়ায় অংশ নেন। ভূমিকম্প হলে ফায়ার সার্ভিসের কর্মীরা কিভাবে ভবন থেকে আটকে পড়া মানুষকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেবে এবং কিভাবে আগুন নেভাবে সেসব বিষয়ে মহড়া হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি