ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

রাজধানীতে পটকা ও আতসবাজিসহ ৪০ কেজি ওজনের বিস্ফোরক দ্রব্য জব্দ

প্রকাশিত : ১১:৫৩, ৪ আগস্ট ২০১৬ | আপডেট: ১১:৫৩, ৪ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

রাজধানীর শাখারীবাজার এলাকা থেকে পটকা ও আতসবাজিসহ ৪০ কেজি ওজনের বিস্ফোরক দ্রব্য জব্দ করেছে পুলিশ। এ সময় কমল দত্ত নামের এক যুবককে আটক করা হয়েছে। রাতে শাখারীবাজারের চায়না মার্কেটে অভিযান চালিয়ে এসব বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। পুলিশ জানায়, দীর্ঘ দীন ধরে তারা বিভিন্ন জায়গায় এসব বিস্ফোরক দ্রব্য সরবারাহ করছে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তবে এসময় তার তিন সহযোগি পালিয়ে যায়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি