রাজধানীতে বসন্ত বরন
প্রকাশিত : ১৪:৪৫, ১৩ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৪:৪৫, ১৩ ফেব্রুয়ারি ২০১৭
আজ- পহেলা ফাল্গুন, ঋতুরাজ বসন্তের প্রথম দিন। শীতের রুক্ষতা শেষে পত্রপল্লবে ফিরছে সজীবতা। শীতের ঝরা পাতা বিদায় দিয়ে বইছে ফাগুনের হাওয়া। আগুনরাঙা ফাগুনের আবাহনে বসন্ত বরন করা হলো নাগরিক ঢাকায়ও।
শীতের রুক্ষতা পেছনে ফেলে বসন্তের উতাল হাওয়ায় নবপ্রাণের ছোঁয়া সবখানে, মহাসমারোহে প্রকৃতি খুলে দিয়েছে সৌন্দর্যের দুয়ার।
কৃষ্ণচূড়া আর শিমুলের দেখা এখনো না মিললেও পলাশের ডালে ডালে আলোর নাচন আর পাখিদের কলতান জানান দিচ্ছে- ঋতুরাজ বসন্ত এসেছে।
আর তাই ভোরের ¯িœগ্ধ আলো ফুটতেই চারুকলার বকুলতলায় বসন্তবরণের আয়োজনে উন্মাতাল হয় প্রকৃতি। মঞ্চে নাচ-গান, কবিতা আর বসন্ত কথন প্রাণের সঞ্চার করে সবার মনে।
আগুনরঙা বসন্তকে বরণ করে নিতে শুধু প্রকৃতিই নয় বাসন্তী সাজে সেজেছে সবাই। কপালে টিপ, খোঁপায় ফুল জড়িয়ে তরুণীরা এসেছেন নবোউদ্যোম জাগানিয়া বসন্তকে বরণ করে নিতে। শুধু তারুণ্যই নয় প্রবীণরাও মেতেছেন বসন্তবিলাসে।
রঙের ঋতু বসন্ত মানেইতো পূর্ণতা। সবার মধ্যেই ছড়িয়ে পড়েছে বসন্ত আভা।
আবহমানমান বাংলার ঐহিত্য ধরে রাখতে প্রতিবারের মত এবারো বসন্ত আয়োজন করেছে জাতীয় বসন্ত উদযাপন পরিষদ। অনুষ্ঠান শেষে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা।
আরও পড়ুন