ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

রাজধানীর বাজারে মসলার চাহিদা বেড়েছে

প্রকাশিত : ১৪:৫৯, ৯ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৪:৫৯, ৯ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর বাজারে বেড়েছে এলাচ, লবঙ্গ সহ প্রায় সব ধরণের মসলার দাম। বাড়তি আদা-রসুনের দামও। স্থিতিশীল মাছের বাজার; ক্রেতাদের হাতের লাগালেই রয়েছে ইলিশের দর। বছরের অন্যান্য সময়ের তুলনায় ঈদুল আজহায় মসলার চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। সুযোগ বুঝে বাড়ে দামও। দোকানিরা জানালেন, এলাচ কেজিতে ৩০০ টাকা, লবঙ্গ ২৫০ টাকা, জিরার দাম ৪০ টাকা বেড়েছে। ক্রেতারা বলছেন, দাম বাড়লেও বাধ্য হয়েই কিনতে হচ্ছে তাদের। বেড়েছে আদা, রসুনের দামও। আর আমদানি কম থাকার কথা বলে, বাড়তি দামেই বিক্রি হচ্ছে লবণ। কাঁচামরিচের দাম বেড়ে প্রতিকেজি বিক্রি হচ্ছে ১১০ টাকায়। মাছের বাজারে ইলিশের দাম সহনীয় থাকায় বেচাকেনাও ভালো বলে জানান দোকানিরা। অপরিবর্তিত রয়েছে মাংসের দাম।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি