ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

রাজনীতিতে টিকে থাকতে লড়ছেন নাজিব রাজাক  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৪, ৭ মে ২০১৮ | আপডেট: ২২:২৬, ৭ মে ২০১৮

Ekushey Television Ltd.

আগামী বুধবার মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে সাধারণ নির্বাচন। ১৪তম সাধারণ এই নির্বাচনে লড়ছেন বর্তমান প্রধানমন্ত্রী নাজিব রাজাক। তবে এই নির্বাচন তার জন্য শুধুই ক্ষমতায় আসার জন্য না। বরং হেরে গেলে শেষ হতে পারে রাজনৈতিক ক্যারিয়ারও। 

সাম্প্রতিক এক জরিপে, নাজিব রাজাক তার প্রতিদ্বন্দ্বীর মাহাথিন বিন মোহাম্মদ থেকে এগিয়ে আছেন। তবে মাহাথির এর আগে দীর্ঘ ২২ বছর দেশটির প্রধানমন্ত্রী ছিলেন। এছাড়াও মালয়েশিয়ায় মাহাথিরেরও ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।

শুধু তাই নয়, নাজিব রাজাক বারিসান ন্যাশনাল দলের নেতৃত্বাধীন এক জোটের হয়ে নির্বাচনে লড়ছেন। আর এই দলের সভাপতির পদে দীর্ঘকাল ছিলেন মাহাথির মোহাম্মদ। এমনকি নাজিব রাজাকের এক সময়ের রাজনৈতিক ‘গুরু’-ও ছিলেন মাহাথির। আর তাই মাহাথিরের কাছে হেরে গেলে প্রধানমন্ত্রীর পদের সাথে সাথে দলের পদও হারাতে হবে তাঁকে। সেই সাথে শেষ হয়ে যেতে পারে রাজনৈতিক ক্যারিয়ারও।

২০১৩ সালের নির্বাচনে ৪৭ শতাংশ ভোটের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছিলেন নাজিব রাজাক।

এই নির্বাচনে শেষ পর্যন্ত গুরু নাকি শিষ্য জয় পায় তাই মালয়েশিয়াবাসী নির্ধারণ করবে আগামী ৯ মে।    

সূত্রঃ সিএনএন

//এস এইচ এস//এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি