ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

রাণীশংকৈলে নব নির্বাচিত ইউপি সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ২১:১১, ৩০ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বাদ পড়া তিন ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান, সাধাররণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ তাঁর কার্যায়ের প্রশাসন হলরুমে নবনির্বাচিত তিন ইউপি’র সাধাররণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথবাক্য পাঠ করান। এর আগে সোমবার জেলা প্রশাসক মাহাবুবুর রহমান নবনির্বাচিত চেয়ারম্যানদের তাঁর কার্যালয়ে শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণের পর সকল জনপ্রতিনিধদের উপর জনগণের সেবার জন্য সরকারের দেওয়া অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন আহবান জানানো হয়।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা, নির্বাচন কর্মকর্তা নূর এ আলম, নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান আব্দুল বারী, জীতেন্দ্রনাথ বর্মণ, মতিউর রহমান মতি ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। 

ইউপি সদস্যদের মধ্যে বক্তব্য দেন বাচোর ইউপির সদস্য তুফান শরী, হোসেনগাও ইউপির তফিজুল ইসলাম ও তার মেয়ে পেয়ারা খাতুন, হামিদুর রহমান এবং আলাউদ্দিন প্রমুখ। 

উল্লেখ্য, গত ২৭ জুলাই রাণীশংকৈল উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে বাদ থাকা তিনটি ইউনিয়ন পরিষদে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি