ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

রাবিতে চাকরি মেলা বৃহস্পতিবার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৬, ২৩ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে ৫ম বারের মতো দু’দিনব্যাপী চাকরি মেলা শুরু হতে যাচ্ছে।

আগামী ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ দু’দিন এই মেলা অনুষ্ঠিত হবে। ২৮ ফেব্রুয়ারি সকাল ৯ টায় মেলাটি উদ্বোধন করবেন রাবি উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা। মেলাটি শেখ রাসেল স্কয়ার মাঠে অনুষ্ঠিত হবে। দু’দিন ব্যাপী মেলায় মোট ২৬টি কোম্পানি অংশ গ্রহণ করবে।

অনুষ্ঠানের প্রথম দিনে চাকুরি প্রত্যাশিদের থেকে বায়োডাটা সংগ্রহ করা হবে। পরের দিন বায়োডাটা বাছাই শেষে যোগ্যতা সম্পন্ন জনশক্তি নিয়োগ দেবে কোম্পানিগুলো। এছাড়া দু’দিনে মোট ১১ টি সেমিনার অনুষ্ঠিত হবে। যেখানে বিভিন্ন দেশি বিদেশী রিসোর্স ব্যক্তিত্ব বক্তা হিসাবে থাকবেন। চাকুরি প্রাপ্তদের সংবর্ধনা প্রদান করা হবে ক্লাব থেকে।

শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ বিভাগের শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান ক্যারিয়ার ক্লাবের সভাপতি শাহিনুর আহমেদ শাকিল। এসময় ক্লাবের উপদেষ্টা মার্কেটিং বিভাগের অধ্যাপক শাহ আজম শান্তনু, ক্লাবের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আকাশ, সাংগঠনিক সম্পাদক আরিফুজ্জামান লিপু প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএইচ/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি