ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

রাবির দশম সমাবর্তন ২৪ মার্চ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০১, ৪ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দশম সমাবর্তন আগামী ২৪ মার্চ অনুষ্ঠিত হবে। সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি আবদুল হামিদের প্রতিনিধি হিসেবে সভাপতিত্ব করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সোবহান এ তথ্য নিশ্চিত করেন।

এতে অংশগ্রহণের জন্য ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত সময়ে পিএইচডি, এমফিল, স্নাতকোত্তর এবং এমবিবিএস, বিডিএস ও ডিভিএম ডিগ্রি অর্জনকারী প্রায় পাঁচ হাজার ২৭৫ জন শিক্ষার্থী নিবন্ধন করেন। চলতি বছরের ২৩ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বাদ পড়ে যাওয়া শিক্ষার্থীদের নিবন্ধন করা হয়। এতে মোট রেজিস্ট্রেশনকারী গ্রাজুয়েট এর সংখ্যা দাঁড়ায় ৬ হাজার ৯ জন।

টিকে

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি