ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

রাবি প্রগতিশীল ছাত্রজোটের আন্দোলনে বাধা, হাতাহাতি

প্রকাশিত : ২২:৫৪, ২৯ জানুয়ারি ২০১৮ | আপডেট: ০৯:৩২, ৩০ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

দেশব্যাপি ছাত্রজোটের ডাকা ধর্মঘটে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রগতিশীল ছাত্রজোটের আন্দোলনে শাখা ছাত্রলীগ ও প্রশাসনের হামলার অভিযোগ উঠেছে। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে কর্মসূচি পালন কালে এ হামলা চালানো হয় বলে দাবি করেন ছাত্রজোট নেতারা। এ হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট নেতা-কর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ধর্মঘট উপলক্ষে বিশ্ববিদ্যালয় জোহা চত্বরে অবস্থান নেন ছাত্রজোট নেতাকর্মীরা। পরে চত্বর ঘিরে ধর্মঘটের পক্ষে মিছিল চলতে থাকে। এক পর্যায়ে মিছিল থেকে বাস চলাচল বন্ধের দাবি জানানো হয়।

এসময় ঘটনাস্থলে উপস্থিত হন বিশ্ববিদ্যলয় প্রক্টরিয়াল বডির সদস্যরা। পরে ৯ টার দিকে বাস চলাচল বন্ধ থাকবে না বলে প্রশাসন থেকে জানানো হয়। ফলে বাস বন্ধ করার জন্য বিশ্ববিদ্যালয় প্রধান ফটকের রাস্তায় বসে যান প্রগতিশীল জোটের নেতাকর্মীরা। এসময় তাদের সাথে প্রক্টরিয়াল বডির সদস্য, পুলিশ সদস্যদের সাথে হাতাহাতির ঘটনা ঘটে।

রাবি শাখা বিপ্লবী ছাত্র মৈত্রীর সাবেক সাধারণ সম্পাদক দিলীপ কুমার রায় বলেন, আমরা শান্তিপূর্ণভাবে ধর্মঘটের পক্ষে আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম। এসময় প্রশাসন, পুলিশ ও শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফিরোজ ও ইলিয়াসের সাথে ধাক্কা ধাক্কি করেন।

এবিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, ছাত্রজোটের নেতাকর্মীরা জোহা চত্বরে তাদের কর্মসূচী পালন করছিল। এসময় বাস চলাচলের সময় হলে তারা বাস বন্ধের দাবি জানায়। আমি তাদেরকে অফিসে বসে কথা বলতে বলেছি। হঠাৎ একটি বাস মেইন গেট দিয়ে গেলে তারা সেখানে বসে পড়েন। পরে তাদেরকে সরিয়ে দেওয়া হয়।  সেখানে কোন প্রকার হাতাহাতির ঘটনা ঘটেনি।

এদিকে এ হামলার প্রতিবাদে দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রজোটের নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সমাবেশে মিলিত হয়।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি