ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

রামপালে বিদ্যুৎ কেন্দ্র নিয়ে সরকারের পদক্ষেপের উপর ভিত্তি করে প্রতিবাদ কর্মসূচী ঘোষণা

প্রকাশিত : ১৪:৫৮, ২৫ আগস্ট ২০১৬ | আপডেট: ১৪:৫৮, ২৫ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

রামপালে বিদ্যুৎ কেন্দ্র নিয়ে সরকার কি পদক্ষেপ নেয় তার উপর ভিত্তি করে এর প্রতিবাদে কর্মসূচী ঘোষণা করবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল ইসলাম এ কথা বলেন। বিএনপির এই নেতা বলেন, ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিরুদ্ধে আন্দোলন করছে। তাঁদের আন্দোলনের প্রতি বিএনপির সমর্থন রয়েছে। সরকার রামপাল নিয়ে কী পদক্ষেপ নেয়, বিএনপি তা পর্যবেক্ষণ করছে বলেও জানান বিএনপি মহাসচিব।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি