ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫

রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগের ইউরোপের

প্রকাশিত : ১০:১১, ২৮ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ইউক্রেন নৌবাহিনীর জাহাজ আটকের ঘটনায় রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপে বৈঠকে বসতে যাচ্ছেন ইউরোপের নেতৃবৃন্দ।

বিষয়টি নিয়ে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল ইউরোপের কয়েকজন সরকার প্রধানের সাথে ইতোমধ্যে আলোচনা করেছেন।

এছাড়া ইউক্রেনের পাশে দাঁড়াতে ইউরোপীয় দেশগুলোর প্রতি আহবান জানান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

এদিকে নিষেধাজ্ঞা আরোপ করা হলে তা সমস্যা সমাধানে তেমন কোন কার্যকরী ভূমিকা রাখবে না বলে জানিয়েছে রাশিয়া।

কের্চ প্রণালীর কাছ থেকে রোববার ইউক্রেনের দুটি যুদ্ধজাহাজ ও একটি টাগবোট আটক করেছে রাশিয়া। এসব নৌযান অবৈধভাবে রাশিয়ার পানিসীমা লঙ্ঘন করেছিল। এসব যান আগে থেকে রাশিয়াকে ওই এলাকায় প্রবেশের কথা জনায় নি এবং থামার জন্য সতর্ক সংকেত দেয়া হলেও তা উপেক্ষা করেছে। এঘটনার পর থেকেই দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা দানা বাধে।

এরপরপরই ইউক্রেনে সামরিক আইন জারি করেন দেশটির প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি