ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

রাশিয়া বিশ্বকাপের থিম সং প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৭, ১০ জুন ২০১৮

Ekushey Television Ltd.

চার বছর পর ১৪ জুন শুরু ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’। এবারের মহাযজ্ঞ শুরুর সপ্তাহ খানেক আগে রাশিয়া বিশ্বকাপের থিম সং প্রকাশ করা হয়েছে। একটু দেরিতে হলেও তিন গায়কের গাওয়া ‘লিভ ই আপ’ এর ছন্দে নাচছে বিশ্ব।  ১৯৬২ সালে চিলি বিশ্বকাপে প্রথমবারের মতো থিম সংয়ের প্রচলন ঘটে।

শাকিরার ওয়াকা ওয়াকা এখনো মনে গেথে আছে ফুটবল প্রেমীদের।

২০১০ বিশ্বকাপের থিম সংটি ছড়িয়ে পড়ে মানুষের মুখে মুখে। গানটি হৃদয় ছুয়েছিলো সবার।

৯৮ এর বিশ্বকাপে রিকি মার্টিনের গানটিও মন জয় করেছিলো ফুটবলভক্তদের। 

বিশ্বকাপের কয়েক সপ্তাহ আগেই থিম সং প্রকাশ করার রেওয়াজ থাকলেও এবার এসেছে একটু দেরিতেই। শুক্রবার প্রকাশ পাওয়া ইংরেজি ও স্প্যানিশ ভাষার ‘লিভ ইট আপ’ গানটি এবারের বিশ্বকাপের স্মরনিকা।

গানটি গেয়েছেন গ্র্যামি অ্যাওয়ার্ডপ্রাপ্ত হলিউড অভিনেতা উইল স্মিথ, মার্কিন গায়ক নিকি জ্যাম ও আলবেনিয়ান গায়ক ইরা ইসত্রাফি। 

বিশ্বকাপ ফাইনালের আগে মস্কোর লুজনিকি স্টেডিয়ামের মঞ্চে গানটি গাইবেন শিল্পীরা। 

বিশ্বকাপের স্মরণিকা হিসেবেই ১৯৬২তে চিলি বিশ্বকাপে শুরু হয় থিম সংয়ের প্রচলন। এরপর সব বিশ্বকাপেই এসেছে থিম সং।

সমালোচকরা বলছেন, এবারের গানগুলো ছাড়িয়ে যেতে পারেনি পুরনো গানগুলোকে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি