ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

রাহুলকে বিদেশিনীর ছেলে বলায় বহিষ্কার সমাজবাদী নেতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩০, ১৭ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

ভারতীয় কংগ্রেসের সাবেক প্রধান সোনিয়া গান্ধীকে বিদেশিনী ও রাহুল গান্ধীকে ভারতের প্রধানমন্ত্রী পদের অযোগ্য ঘোষনা করার একদিনের মধ্যেই জেই প্রকাশ সিংকে দল থেকে বহিষ্কার করলেন বহুজন সমাজবাদী পার্টির প্রধান মায়াবতী।

মায়াবতী এমন একটি সময় পদক্ষেপ নিলেন যখন ভারতের বিরোধীদলগুলো মিলে আগামী লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী মোদি ও তার দল বিজেপিকে কোণঠাসা করতে একখাট্টা হচ্ছে। মায়াবতী বলেন, জেই প্রকাশ সিং যা বলেছেন, তা একান্তই তার ব্যক্তিগত মতামত। এরসঙ্গে দলের কোনো সম্পর্ক নেই।

উল্লেখ্য, জেই প্রকাশ সিং সোনিয়া গান্ধীকে বিদেশিনী বলে আখ্যায়িত করেছেন। ওই সময় তিনি বলেন, মায়াবতীর প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হতে আর কোনো বাধা নেই। কর্নাটকে কুমারাস্বামী নির্বাচিত হওয়ায় মায়াবতীর জনপ্রিয়তা হুহু করে বেড়ে গেছে। আর এর জের ধরেই প্রকাশ সিং বলেন, মায়াবতীর সামনে এখন বড় সুযোগ। আর এ সুযোগ আসবে না।

এমন খবর চাউর হওয়ার পরই ভারতের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় উঠে। বিশেষ করে কংগ্রেস নেতাদের সঙ্গে মায়াবতীর দূরত্ব বাড়তে পারে এমন আশঙ্কাতেই সিংকে বহিষ্কার করেন তিনি।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি