ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

রেড ক্রিসেন্ট সদস্যদের আরো সক্রিয় হওয়ার আহবান

প্রকাশিত : ১৯:০৪, ২৬ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৯:০৪, ২৬ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

আর্ত মানবতার সেবায় রেড ক্রিসেন্ট সদস্যদের আরো সক্রিয় হওয়ার আহবান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক সামশুল আরেফিন। পাশাপাশি দুযোগ পূর্ণ পরিস্থিতি মোকাবেলায় জনগনকে সচেতন করে তোলার আহবানও জানান তিনি। চট্টগ্রাম নগরীর একটি হোটেলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ আহবান জানান। স্থানীয় সংগঠক ফখরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিএমএ’র সাবেক সভাপতি ডা: শেখ শফিউল আযম, জেলা ইউনিটের সংগঠক মহসিন উদ্দিন। সভা শেষে দুর্যোগপূর্ণ পরিবেশে উদ্ধার তৎপরতার উপর মহড়া অনুষ্ঠিত হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি