ঢাকা, বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫

‘রোজ গার্ডেন’ ক্রয়ে রাষ্ট্রের ক্ষতি ৩৩২ কোটি টাকা, অনুসন্ধানে দুদক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৬, ২০ নভেম্বর ২০২৫ | আপডেট: ০৮:৫৮, ২০ নভেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

রাষ্ট্রের ৩৩২ কোটি টাকা খরচ করে আওয়ামী লীগের ‘জন্মস্থান’ খ্যাত রোজ গার্ডেন ক্রয়ের মাধ্যমে আর্থিক ক্ষতিসাধনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৯ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

অনুসন্ধানে যাদের বিরুদ্ধে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যাবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দুদক।

জানা যায়, ১৯৩১ সালে ব্যবসায়ী ঋষিকেশ দাস ঢাকার টিকাটুলিতে প্রায় ২২ বিঘা জমির ওপর রোজ গার্ডেন প্রাসাদটি নির্মাণ করেন। পরে ১৯৩৬ সালে তিনি এটি বই ব্যবসায়ী খান বাহাদুর মৌলভী কাজী আব্দুর রশীদের কাছে বিক্রি করেন। প্রাসাদটির মালিকানা নেওয়ার পর রশীদ সেখানে একটি গ্রন্থাগার প্রতিষ্ঠা করেন, যা সে সময় ঢাকার সাহিত্যচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

১৯৪৯ সালের ২৩ জুন এই প্রাসাদেই পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় বলে ২০১৮ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার রাষ্ট্রের প্রায় ৩৩২ কোটি টাকায় তাদের দলীয় ইতিহাসের সাথে যুক্ত এ ভবনটি কিনে নেয়। যাতে রাষ্ট্রের বিপুল পরিমাণ অর্থের ক্ষতিসাধন হয়েছে বলে দুদক জানিয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি