ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইউরোপা লিগ

রোমাঞ্চকর কামব্যাকে শেষ মুহূর্তে জয়ের হাসি ম্যানইউয়ের 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৬, ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চ্যাম্পিয়ন্স লিগে যেখানে একের পর এক ব্যর্থ কামব্যাকের নজির, ইউরোপা লিগে ঠিক উল্টো চিত্র মাঠ কাঁপানো এক প্রত্যাবর্তনে ইউরোপা লিগের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

চলতি মৌসুমের ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে ফরাসি ক্লাব লিঁও’র মুখোমুখি হয়েছিল ইংলিশ জায়ান্টরা। দুই লেগ মিলিয়ে ম্যাচটি রূপ নেয় এক নাটকীয় লড়াইয়ে। প্রথমে ম্যাচে নিয়ন্ত্রণ নেওয়া ইউনাইটেড পরে পড়ে ব্যাকফুটে। দ্বিতীয় লেগে যোগ করা সময়ে প্রায় নিশ্চিত হার তবে সেখান থেকেই অলৌকিকভাবে ঘুরে দাঁড়ায় রুবেন আমোরিমের দল। শেষ বাঁশির ঠিক আগে ৫-৪ গোলের দুর্দান্ত জয় তুলে নেয় ম্যানইউ, দুই লেগ মিলিয়ে জয় পায় ৭-৬ ব্যবধানে। এই ফলাফলে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে তারা।

প্রথম লেগে ম্যানইউ ও লিঁও ২-২ গোলের সমতা করেছিল। ওল্ড ট্রাফোর্ডে দ্বিতীয় লেগে ম্যাচের ১০ মিনিটে লিড নেয় ম্যানইউ। গোল করেন ম্যানুয়েল উগার্টে। প্রথমার্ধের যোগ করা সময়ে ডিফেন্ডার ডিয়াগো ডালট দলকে ২-০ গোলে এগিয়ে নেন। কিন্তু দ্বিতীয়ার্ধের ৭১ ও ৭৮ মিনিটে সমতায় ফেরে ফ্রান্স ক্লাব লিঁও। 

নির্ধারিত সময়ে ম্যাচ ২-২ সমতায় থাকায় অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। সেখানে ১০৫ মিনিটে ছের্কি ও ১১০ মিনিটে লাকাজেত্তে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ৪-২ করে ফেলেন এবং সেমির টিকিট একপ্রকার হাতে নিয়ে ফেলেন। কিন্তু পরেই ঘুরে দাঁড়ায় ম্যানইউ। ১১৪ মিনিটে ব্রুনো ফার্নান্দেজ পেনাল্টি থেকে গোল করে যে যাত্রার শুরু করে। 

এরপর ১২০ মিনিটে গোল করেন তরুণ ম্যানইউ মিডফিল্ডার কোবি মাইনো। এক মিনিট পরেই আরেক ইংলিশ ফুটবলার হ্যারি মাগুইরে জালে বল পাঠিয়ে ম্যানইউ-এর কামব্যাক সম্পন্ন করেন। ইউরোপা লিগে তো বটেই যেটাকে ম্যানইউ-এর অন্যতম সেরা কামব্যাক বলা হচ্ছে।  

অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে কামব্যাকের গল্পগুলো ছিল ব্যর্থতার। ভিলা পার্কে কামব্যাক করেছিল অ্যাস্টন ভিলা। কিন্তু পিএসজির বিপক্ষে ওই কামব্যাকে সেমিফাইনালে যেতে পারেনি। ইদুনা পার্কে বার্সার বিপক্ষে ব্যর্থ কামব্যাক করেছে ডর্টমুন্ডও। সান্তিয়াগো বার্নাব্যুতে ‘কামব্যাক, কামব্যাক’ করে মুখে ফেনা তুললেও ঘটেছে উল্টো ঘটনা। সান সিরোতে ইন্টার মিলানের বিপক্ষে পারেনি বায়ার্ন মিউনিখও। কেউই যখন নিজেদের  ফিরে আসাকে সাফল্যে রূপ দিতে পারেনি। ঠিক তখনই ইউরোপা লিগে ইতিহাস গড়ে ইউনাইটেড দেখিয়ে দিল, কামব্যাক মানেই শেষ নয় সেটি হতে পারে এক নতুন শুরুর গল্প।


এমবি//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি