ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

রোহিঙ্গা ইস্যুতে বলিষ্ঠ পদক্ষেপ চান ট্রাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৬, ২০ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৬:২৫, ২১ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

মিয়ানমারের রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে ‘বলিষ্ঠ ও দ্রুত’ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

দেশটির ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বুধবার প্রেসিডেন্টের এই আহ্বানের কথা জানিয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বলা হয়েছে। 

জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম নিয়ে নিরাপত্তা পরিষদের বৈঠকে বক্তব্যে পেন্স মিয়ানমার সেনাবাহিনীর প্রতি অবিলম্বে সহিংসতা বন্ধের আহ্বান পুনর্ব্যক্ত করেন।

তা না করা হলে “এটা ঘৃণা ও বিশৃঙ্খলার বীজ বপন করবে, যা প্রজন্মের পর প্রজন্ম ওই অঞ্চলকে গ্রাস করতে পারে এবং আমাদের সবার জন্যই হুমকি হয়ে উঠতে পারে,” বলে সতর্ক করেছেন তিনি।

মিয়ানমারের রাখাইনে গত ২৪ আগস্ট বিদ্রোহীদের হামলার জবাবে সেনাবাহিনীর নৃসংশ অভিযানে প্রায় তিন হাজার রোহিঙ্গা প্রাণ হারিয়েছেন। জীবন বাঁচাতে বাংলাদেশে পালিয়ে এসেছেন প্রায় সাড়ে চার লাখ রোহিঙ্গা।

ভুক্তভোগীরা বলছেন, মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গা অধ্যুষিত গ্রামগুলোতে নির্বিচারে গুলি চালিয়ে মানুষ মারছে। ধর্ষণ ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটছে।

 

ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি