র্যাব ও পুলিশ একই পরিবারের সদস্যঃ পুলিশের আইজি
প্রকাশিত : ১৯:১০, ২৮ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৯:১০, ২৮ অক্টোবর ২০১৬
র্যাব ও পুলিশ কখনোই আলাদা নয়, বরং একই পরিবারের সদস্য। তাদের মধ্যে কোন দ্বন্দ্বও নেই বলে মন্তব্য করেছেন পুলিশের আইজি শহীদুল হক। ইতালির নাগরিক সিজার তাবেলা হত্যার সাথে জঙ্গি সংগঠন নব্য জেএমবি জড়িত না-কি তা নিয়ে র্যাব ও পুলিশের মধ্যে সম্প্রতি শুরু হয়েছে বাকযুদ্ধ। এ অবস্থার মধ্যেই বরিশালে এক অনুষ্ঠানে পুলিশ প্রধান এমন মন্তব্য করলেন।
২১ অক্টোবর র্যাবের এক সংবাদ ব্রিফিংয়ে র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ দাবি করেন, জঙ্গি সংগঠন নব্য জেএমবিই ইতালির নাগরিক সিজার তাবেলা হত্যার সাথে জড়িত।
সংবাদ ব্রিফিংয়ের লিখিত বক্তব্যে নব্য জেএমবির অন্যান্য হত্যাকান্ড নিয়েও বিস্তারিত তথ্য জানানো হয়।
২৬ অক্টোবর র্যাবের এই দাবি নাকচ করে দেন ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট প্রধান মনিরুল ইসলাম।
এমন প্রেক্ষাপটে র্যাব-পুলিশের মধ্যে দ্বন্দ্ব চলছে কি-না তা নিয়ে প্রশ্ন ওঠে। বরিশালে আর আর এফ পুলিশ লাইন্সের নবনির্মিত ব্যারাক উদ্বোধন পর মতবিনিময় সভা শেষে পুলিশের আইজি শহীদুল হকের কাছে তাই সাংবাদিকদের প্রশ্ন ছিল এ বিষয়েই।
গত বছরের ২৮ সেপ্টেম্বর রাজধানীর গুলশানে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ইতালির নাগরিক সিজার তাবেলা। চলতি বছরের ২৮ জুন বিএনপি নেতা এম এ কাইয়ুমসহ ৭ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেয় গোয়েন্দা পুলিশ। ২৫ অক্টোবর ৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত।
আরও পড়ুন