ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

লক্ষ্মীপুরের জমিদার বাড়ি রক্ষণাবক্ষণের অভাবে এখন ধ্বসের মুখে

প্রকাশিত : ১১:৩৮, ১৯ নভেম্বর ২০১৬ | আপডেট: ১১:৩৮, ১৯ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

যে জমিদারের স্ত্রীর নামে লক্ষ্মীপুর জেলার নামকরণ, রক্ষণাবক্ষণের অভাবে সেই জমিদারের বাড়ি এখন ধ্বসের মুখে। ইতিহাসবিদদের মতে, লক্ষ্মী নারায়ণ রায় বা লক্ষ্মী প্রিয়ার নাম অনুসারে নামকরণ হয় লক্ষ্মীপুরের। প্রায় দেড়শো বছরের পুরনো সেই বাড়িটির প্রতি আগ্রহের শেষ নেই এলাকাবাসীর। ত্রয়োদশ শতাব্দিতে ভুলনা রাজ্যের অধীন ছিল লক্ষ্মীপুর। ১৭৬৫ খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানী থেকে রাজা উপাধি পেয়েছিলেন জমিদার গৌর কিশোর রায় চৌধুরী। তাঁর বংশধর নরেন্দ্র কিশোর রায় ১৮৩০ খৃষ্টাব্দে নির্মান করেন এই জমিদার বাড়ী। যার নির্মাণ সামগ্রী আনা হয় ইংল্যান্ড থেকে। ইতিহাসবিদদের মতে, এই বংশের প্রথম পুরুষ লক্ষ্মী নারায়ণ রায় বা রাজা গৌর কিশোরের স্ত্রী লক্ষ্মী প্রিয়ার নাম অনুসারে নামকরণ হয় লক্ষ্মীপুর জেলার। আবার কারও কারও মতে সপ্তদশ শতাব্দীতে লক্ষ্মীদহ পরগনা থেকে লক্ষ্মীপুরের নামকরণ। লক্ষীপুর অঞ্চল একসময় বঙ্গোপসাগরের অংশ ছিল। পরে নতুন জমি জেগে উঠলে শুরু হয় বসতি । ১৯৪৬ সালে জমিদারের বংশধররা এদেশ থেকে চলে গেলেও রয়ে যায় তাদের বাড়ি। প্রায় ৫ একর জায়গার ওপর নির্মাণ করা এই বাড়িটি এখন ধংসের মুখে। সাইফুল ইসলাম ভূঁইয়া সম্পাদক শিক্ষক পরিষদ লক্ষ্মীপুর সরকারী কলেজ। সংস্করণ করা গেলে ঐতিহ্যবাহি জমিদার বাড়িটি হতে পারে জেলার ইতিহাস সংরক্ষিত একমাত্র পর্যটন কেন্দ্র।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি