লাস পালমাসকে হারিয়েছে রিয়াল সোসিয়েদাদ
প্রকাশিত : ০৯:৫০, ২৫ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ০৯:৫০, ২৫ ফেব্রুয়ারি ২০১৭
স্প্যানিশ ফুটবল লিগ- লা লিগায় লাস পালমাসকে ১-০ গোলে হারিয়েছে শিরোপা প্রত্যাশি রিয়াল সোসিয়েদাদ।
প্রতিদ্বন্দ্বীতামূলক ম্যাচে প্রথম থেকেই সমান তালে লড়তে থাকে দু’দল। প্রথমার্ধে বেশ কিছু আক্রমণ চালালেও গোলের দেখা পায়নি কোন দলই। দ্বিতীয়ার্ধের গোলেই জয় নিশ্চিত হয় রিয়াল সোসিয়েদাদের। ৭৪ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন স্প্যানিশ মিডফিল্ডার শাবি প্রিয়াটো। নির্ধারিত সময়ে আর গোল না হওয়ায় ১-০ ব্যবধানে মাঠ ছাড়ে দু’দল। এই জয়ে ৪৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ নম্বরে অবস্থান করছে রিয়াল সোসিয়েদাদ। আর ২৮ পয়েন্টে লাস পালমাস রয়েছে ১২ নম্বরে।
আরও পড়ুন