ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

লা লিগায় জয়ের ধারায় ফিরেছে শিরোপা প্রত্যাশী রিয়াল মাদ্রিদ

প্রকাশিত : ১২:৩৬, ২৭ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১২:৩৬, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

  লা লিগায় জয়ের ধারায় ফিরেছে শিরোপা প্রত্যাশী রিয়াল মাদ্রিদ। ভ্যালেন্সিয়ার কাছে ২-১ গোলে হারের পর জিদান শিষ্যরা ভিয়ারিয়ালের বিপক্ষে জিতেছে ৩-২ গোলে। নিজেদের মাঠে ম্যাচের ৫০ ও ৫৬ মিনিটে ত্রিগুয়েলো ও বাকাম্বুর গোলে ২-০ তে এগিয়ে যায় ভিয়ারিয়াল। দুই গোলে পিছিয়ে পড়ে মরিয়া হয়ে আক্রমণ চালায় রিয়াল মাদ্রিদ। ৬৪ মিনিটে বেল গোল করে ব্যবধান কমান ২-১ এ। ১০ মিনিট পরই রোনালদোর গোলে ২-২ এ সমতা আনে তারা। আর ৮৩ মিনিটে আলভারো মোরাতা গোল করলে ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। এ জয়ে ২৩ খেলা থেকে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। আর ২৪ খেলা থেকে ৩৯ পয়েন্ট সংগ্রহ ভিয়ারিয়ালের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি