ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

লিফট থেকে পড়ে পোশাক শ্রমিকের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৮, ৬ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ২১:০৩, ৬ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

গাজীপুরে একটি পোশাক কারখানার লিফট থেকে পড়ে নারী শ্রমিকের মৃত্যু হয়েছেবুধবার দুপুর ১টার দিকে গাজীপুর ছয়দানা ভূসির মিল এলাকায় ঈস্ট-ওয়েস্ট ফ্যাশন লিমিটেডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম হাসি (২২)। তিনি নীলফামারীর জলঢাকা উপজেলার শৈলমারী গ্রামের মমিনুর রহমানের মেয়ে। হাসি ওই কারখানায় সুয়িং সেকশনের হেল্পার পদে চাকরি করতেন।

জয়দেবপুর থানা পুলিশের এসআই সাদেকুজ্জামান ভূঁইয়া গণমাধ্যমকে জানান, আজ দুপুরের দিকে ঈস্ট-ওয়েস্ট ফ্যাশন লিমিটেড পোশাক কারখানার শ্রমিক হাসি পাঁচ তলা থেকে নিচে নামার জন্য লিফটের কাছে যায়। লিফটি অনেক পুরনো হওয়ায় লিফট নিচে নেমে গেলেও দরজাটি খোলা ছিল। হাসি লিফটি থেমে আছে মনে করে নামতে গেলে পা ফসকে ৫ তলার ওপর থেকে লিফটের গর্তে পড়ে যায়।

তিনি বলেন, পরে কারখানার লোকজন গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎক মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

আরa


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি