ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

লিবিয়ায় জাতিসংঘ সমর্থিত সরকারকে আইএস বিরোধী যুদ্ধে সহায়তা করতে অস্ত্র

প্রকাশিত : ১০:৩০, ১৭ মে ২০১৬ | আপডেট: ১০:৩০, ১৭ মে ২০১৬

Ekushey Television Ltd.

লিবিয়ায় জাতিসংঘ সমর্থিত সরকারকে আইএস বিরোধী যুদ্ধে সহায়তা করতে অস্ত্র দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। অষ্ট্রিয়া সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি জানিয়েছেন, লিবিয়ার জন্য এখন সবচেয়ে বড় সংকট আইএস। তাদের মোকাবেলায় আধুনিক অস্ত্রের প্রয়োজন। ভিয়েনায় মিত্র রাষ্ট্রগুলোর সঙ্গে বৈঠকে লিবিয়া সরকারকে অস্ত্র দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি। গেল মাসে লিবিয়া সরকারের তরফ থেকে জানানো হয়েছিল, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে, গোটা দেশ আইএসের দখলে চলে যাবে। গাদ্দাফি যুগের অবসান হলেও সিরিয়া এখন কয়েক খন্ডে বিভক্ত। দেশটিতে প্রভাব বিস্তার করছে আইএসসহ কয়েকটি অঞ্চলিক গ্র“প। যদিও জাতিসংঘের তত্ত্বাবধানে সেখানে একটি জাতীয় ঐক্যের সরকার রয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি