ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

একনজরে পুঁজিবাজার

লেনদেন বাড়লেও কমেছে দাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৪, ৫ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

৫ ফেব্রুয়ারির মার্কেট পর্যালোচনা


দরপতন অব্যাহত রয়েছে দেশের পুঁজিবাজারে। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসেও কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের দর। তবে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ বেড়েছে লেনদেনের পরিমাণ।  সোমবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৫টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ১৮৬টির, আর ৩৮টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ৪৪০ কোটি ৪২ লাখ টাকা। আর ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স ১৮ পয়েন্ট কমে নেমে আসে ৫ হাজার ৮৬৯ পয়েন্টে। অন্যদিকে, সূচক কমেছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২২৪টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৬৬টির, কমেছে ১৩৬টির, আর ২২টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে প্রায় ১৯ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।
   
শেয়ারের মার্কেট ক্যাটাগরি পরিবর্তন
‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উঠে এলো প্যাসিফিক ডেনিমস লিমিটেড। মার্কেট ক্যাটাগরি পরিবর্তন হওয়ায় আগামী ৩০ কার্যদিবস এ শেয়ারে মার্জিন ঋণ প্রযোজ্য হবে না।

আইপিডিসি
আইপিডিসি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে ৬ ফেব্রুয়ারি। সভায় ৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে।

প্রাইম ইন্স্যুরেন্স
প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী ৭ ফেব্রুয়ারি। সভায় ৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে।
 
গ্রীণ ডেলটা ইন্স্যুরেন্স
গ্রীণ ডেলটা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী ১১ ফেব্রুয়ারি। সভায় ৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে।
 
লংকাবাংলা ফাইন্যান্স
লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী ১৩ ফেব্রুয়ারি। সভায় ৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে।

টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি