ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চ্যাটার্জি আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৮, ১৩ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

চলে গেলেন লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়। সোমবার সকাল সোয়া আটটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সোমনাথবাবু। তার বয়স হয়েছিল ৮৯ বছর।
কয়েকদিন ধরেই অসুস্থ ছিল সোমনাথ চট্টোপাধ্যায়। তাকে ভর্তি করা হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। শুক্রবার থেকেই তার শারীরিক অবস্থা অবনতি হতে শুরু করে। রবিবার তার অবস্থা সংকটজনক হয়ে পড়ে। শ্বাসকষ্ট সহ অন্যান্য সমস্যার জন্য তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়। ডায়ালিসিসও করতে হয়। কিন্তু শেষরক্ষা হল না।
টানা ৪০ দিন হাসপাতালে ভর্তি থাকার পর গত ১ অগাস্টই তিনি বাড়ি ফেরেন। মঙ্গলবার ফের অসুস্থ হয়ে পড়েন। তাকে ভর্তি করা হয় কলকাতার ওই বেসরকারি হাসপাতালে। সোমবার সকালে তিনি আবারও হৃদরোগে আক্রান্ত হন।
সোমনাথ চট্টোপাধ্যায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, বিশিষ্ট প্রবীণ রাজনীতিবিদ, আইনজীবী ও লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়ের প্রয়াণে আমি গভীর শোকাহত। তার আত্মীয়-পরিজন সহ সকল অনুরাগীকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি।
সোমনাথ চট্টোপাধ্যায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন দেশের বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সূত্র : জি নিউজ
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি