ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

প্রকাশিত : ১৭:৪০, ৩ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৭:৪০, ৩ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২০১৬-১৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন। শনিবার সকাল নয়টা থেকে শুরু হয়ে নির্বাচনের ভোটগ্রহণ কার্যক্রম চলে বিকেল চারটা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের কে সি দে রোড ক্যাম্পাসে প্রথমবারের মতো আয়োজিত এই কার্যনির্বাহী কমিটির নির্বাচনে আটটি সম্পাদকীয় ও সাতটি সদস্য পদের জন্য লড়ছেন প্রার্থীরা। এতে ১৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্দীতা করেছেন মোট ২১ জন প্রার্থী। সংগঠনের বিধিমালা অনুযায়ী নির্বাচনে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় আইন বিভাগের ১৯টি ব্যাচের স্নাতক উত্তীর্ণ ১৭০০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি