ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

শহীদ মিনার নেই বান্দরবানের অধিকাংশ বিদ্যালয়ে নেই

প্রকাশিত : ১১:৩১, ৮ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১১:৩১, ৮ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

বান্দরবানের অধিকাংশ বিদ্যালয়ে নেই শহীদ মিনার। কিছু কিছু বিদ্যালয়ে শহীদ মিনার থাকলেও সেগুলোরও জীর্ণদশা। এতে এলাকার শিক্ষার্থীদের সকলেরই প্রায় অজানা শহীদ মিনার ও ভাষা আন্দোলনের ইতিহাস। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে প্রশাসন। বান্দরবানে জেলা সদরের কিছু কিছু বিদ্যালয়ে শহীদ মিনার থাকলেও বেশিরভাগ বিদ্যালয়ে নেই। আর যেসব বিদ্যালয়ে আছে সেগুলোও রয়েছে অযতœ, অবহেলায়। শহীদ মিনার না থাকায় পাহাড়ের শিশুরা মাতৃভাষা দিবসে ফুল দেয়াতো দুরের কথা, জানেনা ভাষা আন্দোলনের ইতিহাস, চেনেনা শহীদ মিনার। ব্যক্তি উদ্যোগে কিছু কিছু বিদ্যালয়ে পালন করা হয় মাতৃভাষা দিবস। কিন্তু বেশিরভাগ বিদ্যালয়ে শহীদ মিনার না থাকায় পাহাড়ি শিশুদের কাছে অজানাই থেকে যাচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ইতিহাস। তবে, জেলার বিদ্যালয়গুলোতে শহীদ মিনার নির্মাণের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি