শাহজালালে ২৪ ঘন্টায় ১৭ কেজি সোনা আটক
প্রকাশিত : ১০:৪২, ৬ জুলাই ২০১৭

ছবি : প্রতীকি
রাজধানীর শাহজালাল (রহ.) বিমানবন্দরে যাত্রীর শরীরে লুকানো নয় কেজি সোনা উদ্ধার করা হয়েছে। ওই সোনাসহ থাইল্যান্ডফেরত এক যাত্রীকে বুধবার রাতে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
এ নিয়ে এই বিমানবন্দরে গত ২৪ ঘণ্টায় তিন দফায় প্রায় ১৭ কজি সোনার চালান আটক করা হল।
শুল্ক গোয়েন্দা বিভাগ থেকে গণমাধ্যমকে জানানো হয়, বুধবার মধ্যরাতে শাহজালালে ব্যাংকক থেকে আগত এক যাত্রীর শরীরে লুকায়িত ৯.২৭৮ কেজি স্বর্ণ আটক করেছে শুল্ক গোয়েন্দা। যাত্রীর নাম সিরাজুল ইসলাম (৪১)। তিনি পিজি ফ্লাইটে মালয়েশিয়া থেকে ব্যাংকক হয়ে বুধবার রাতে শাহজালালে অবতরণ করেন।
গোপন সংবাদের ভিত্তিতে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় যাত্রীকে চ্যালেঞ্জ করে শুল্ক গোয়েন্দা। শুল্ক গোয়েন্দারা কাস্টমস হলে নিয়ে তাঁর শরীর তল্লাশি করে এক কেজি ওজনের নয়টি বারে নয় কেজি ও ২৭৮ গ্রামের খণ্ডিত টুকরা স্বর্ণ পান। নয়টি অক্ষত এবং বাকি একটি বার টুকরা অবস্থায় পাওয়া যায়।
শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মইনুল খান গণামাধ্যমে বলেন, জব্দ ৯ কোজি ২৭৮ গ্রাম সোনার বাজার মূল্য আনুমানিক ৪ কোটি ৬০ লাখ টাকা।
এর আগে বুধববার সকালে ওমানের মাস্কাট থেকে আসা রিজেন্ট এয়ারওয়েজের দুই নারী যাত্রীর কাছ থেকে মোট চার কেজি ৬০০ গ্রাম ওজনের মোট ৪০টি সোনার বার জব্দ করা হয়।
আর সন্ধ্যায় বিমানবন্দরের ১ নম্বর বোর্ডিং ব্রিজের টয়লেটে ঝুরির মধ্যে টেপ মোড়ানো অবস্থায় পাওয়া যায় মোট ২ কেজি ৮০০ গ্রাম ওজনের দশটি সোনার বার।
সোনার এসব চালান আটকের ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে শুল্ক কর্তৃপক্ষ জানিয়েছে।
//এআর//
আরও পড়ুন