ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

শাহবাগে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ : আটক ১২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩১, ২০ জুলাই ২০১৭ | আপডেট: ১০:২৮, ২২ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

পরীক্ষার সময়সূচি ঘোষণার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত সরকারি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর ১২ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করলে শাহবাগ-সায়েন্স ল্যাবরেটরি রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে ও লাঠিপেটা করে তাদের সরিয়ে দেয়।

শাহবাগ থানা পুলিশ সূত্রে জানা যায়, শিক্ষার্থীরা মানববন্ধন শেষ করে জাদুঘর থেকে কাঁটাবনের দিকে যাওয়ার রাস্তা অবরোধ করে। এসময় সেখান থেকে ১২ জনকে আটক করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল ইসলাম কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও মিরপুর বাঙলা কলেজের শিক্ষার্থীরা এই আন্দোলনে অংশ নেয়।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি